নজরুল ইসলাম চৌধুরীঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন বিভিন্ন অঞ্চলের ২১ জন মাদক ব্যবসায়ী ছাগলনাইয়া থানায় আত্মসমর্পণ করেছে। ফেনীর পুলিশ সুপার (এসপি) এসএম জাহাঙ্গীর আলম সরকার ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম’র মাদক বিরুধী অভেযানের ফসল স্বরূপ মাদক ব্যবসায়ীদের মাঝে আত্মসমর্পণের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার রাত ৯ টায় ছাগলনাইয়া থানার আয়োজনে থানা আঙ্গিনায় অনুষ্ঠিত নবনির্মিত ছাগলনাইয়া থানার অফিসার্স মেস ও মোটর গ্যারেজ উদ্বোধন এবং মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে ২১ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করে। এদের মধ্যে ৪ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছে। এসময় আত্মসমর্পণকারী নারী মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা চেড়ে কর্মের মাধ্যমে সাবলম্বি করতে একটি করে সেলাই মেশিন দেয়া হয়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ও ফেনী জেলা পুনাক সভানেত্রী মোনালিসা পারভিন সনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) রবিউল হক রবি, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি মিজানুর রহমান, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহম্মেদ বুলু মজুমদার, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক ও পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, ছাগলনাইয়া পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব বদরুদ্দোজা ভুঁঞা তারেক। এসময় বক্তব্য রাখেন, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাবেক সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন। আত্মসমর্পণকারি মাদক ব্যবসায়ীরা হলেন, রুনা আক্তার (৩৭),মোহাম্মদ সুমন (৩৮),ওমর ফারুক (২৭), মোঃ ইসমাইল মিন্টু (৪০), মোঃ সামছুল হক (৭০), ওবায়দুল হক (৫০), মফিজুল করিম (৪৫), মোহাম্মদ রিপন (৩৬), মোঃ আলমগীর হোসেন (৩৭), লাইজু আক্তার লিজা (২২) , তাজুল ইসলাম (৫০), মোঃ আবু তৈয়ব লিটন (৪২), মোঃ বেলায়েত হোসেন প্রঃ হুদন বাসী (৪৮), আবুল হাসেম (৫৭),পারুল (৪১),শহিদ উল্যাহ মজুমদার প্রঃ কানা শহিদ (৪৪), মোঃ সিরাজুল ইসলাম (৫৪), মোঃ আনোয়ার হোসেন (৪০), বিবি ফাতেমা মুক্তা (২৮), মো ইসমাইল হোসেন রিপন (২৫) ও মোঃ সেলিম প্রঃ টাইগার সেলিম (৪৭)।