
নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ- শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে ছাগলনাইয়া নিউ মর্ডাণ ডিজিটাল ল্যাব ও বিশেষজ্ঞ ডক্টর’স চেম্বারের শুভ উদ্ভোধন করা হয়। ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পার্শ্বে অবস্থিত খাঁন মার্কেটের দ্বিতীয় তলায় নিউ মর্ডাণ ডিজিটাল ল্যাব ও ডক্টর’স চেম্বারের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক পৌর কাউন্সিলর নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আলাউদ্দিন। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোঃ ননীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মি মোঃ আলমগীর হোসেন, ছাগলনাইয়া প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া কোয়ালিটি স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নিউ মর্ডাণ ডিজিটাল ল্যাব’র চেয়ারম্যান মোঃ এমরান খান সুমন, ব্যবস্থাপনা পরিচালক হাকীম ডাঃ মোঃ আক্তারুজ্জামান, মার্কেটিং ডাইরেক্টর মোঃ জিয়াউর রহমান, পরিচালক মোঃ নাছির উদ্দিন, পরিচালক মোঃ সামছুল হক, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা মনির আহম্মদ, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় বক্তার প্রতিষ্ঠানটির মালিক পক্ষকে বলেন, ব্যবসা নয়, মানব সেবার দিক বিবেচনা করে আপনারা এ প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন। সকল শ্রেনী পেশার লোক যাতে স্বল্প খরচে এখান থেকে সেবা নিতে পারে সেদিকে আপনাদের লক্ষ রাখতে হবে। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।