
নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ
“পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে আমানত সংগ্রহ মাস উপলক্ষে ছাগলনাইয়া পূবালী ব্যাংকের আয়োজনে গ্রাহক সমাবেশ বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকালে ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক লিঃ ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক মোঃ ফারুকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক নোয়াখালী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ আহসান ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আহসান হাবিব। পূবালী ব্যাংক ছাগলনাইয়া শাখার সিনিয়র অফিসার আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশিষ্টা ব্যবাসায়ী বদরুদ্দোজ ভুইয়া তারেক, পূবালী ব্যাংক ছাগলনাইয়া শাখার ক্যাশ ইনচার্জ মোঃ ওসমান ফারুক ভুইয়া, ব্যাংক কর্মকর্তা আবদুল আজিজ, সাংবাদিক গাজী রাজ্জাক হোসেন সুমন, ব্যবসায়ী আবদুল মোমিন মজুমদার, আবদুল করিম মিয়াজী, মোঃ রফিকুল ইসলাম ভুইয়া জাহাঙ্গীর প্রমুখ।