
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন ও তাঁর সুস্বাস্থ্য কামনায়,ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাগলনাইয়া পৌরসভা মসজিদে এ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এম মোস্তফা। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক মাওঃ ইসমাইল হোসেন টুমচরি এবং উপজেলা জামে মসজিদের খতিব মাওঃ আতাউল্যাহ সিফাত। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর সামছুল হক, মেহেদী হাছান চৌধুরী শিমুল, বাঁশপাড়া ওয়ার্ড আ’লীগের সভাপতি সহিদ উল্যাহ, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাবেক ইউপি মেম্বার এরশাদ উল্যাহ, পৌর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।