বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা ছাগলনাইয়া পৌর এলাকার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাত্রীকালীন পৌরসভায় চলাচলকারী পায়ে চালিত রিক্সা চালক/ মালিকদের জানানো যাচ্ছে যে রাতে প্রতিটি রিক্সায় হারিকেন জ্বালিয়ে চলাচল করার জন্য বিশেষভাবে আদেশক্রমে নির্দেশ করা যাচ্ছে। পৌরসভার অলিতে-গলিতে হারিকেন বিহীন রিক্সা চালিয়ে অহরহই অপরাপর যানবাহনের সাথে ধাক্কা লাগিয়ে কিংবা পথচারীর গায়ে উঠিয়ে দুর্ঘটনা ঘটিয়ে চলছে। এধরনের দুর্ঘটনা এড়াতে
হারিকেনবিহীন রিক্সার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে:
মুহাম্মদ মোস্তফা
মেয়র, ছাগলনাইয়া পৌরসভা।
Please follow and like us:










