
- আগামী ২ নভেম্বর ছাগলনাইয়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আ’লীগের পক্ষে টানা দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান মেয়র ও পৌর আ’লীগের সভাপতি এম মোস্তফা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ আ’লীগের মনোনয়ন বোর্ড এম মোস্তফাকে দলীয় মনোনয়ন প্রদান করে।
দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর নির্বাচনের প্রস্তুতী সম্পর্কে এম মোস্তফা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় মেয়র পদে নির্বাচন করতে দলীয় মনোনয়ন প্রদান করেছেন তাই তাঁর প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটকোল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনী প্রচারণার শুরুতে নিজাম উদ্দিন হাজারী এমপির পা ছুঁয়ে সালাম করে প্রচারণা শুরু করবেন বলে জানান এম মোস্তফা। তিনি বলেন, দল আমার বিগত পাঁচ বছরের কর্ম পর্যালোচনা করে পুনরায় আমাকে নৌকা প্রতীক দিয়েছে। দল আমার প্রতি যে আস্থা রেখেছে তার শতভাগ বাস্তবায়ন করতে চেষ্টা করবো। এসময় এম মোস্তফা বলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলসহ স্থানীয় নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে পৌরবাসীর সেবা করার পাশাপাশি দলের জন্য কাজ করবো।
Please follow and like us: