নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ীদের সাথে ছাগলনাইয়া পৌর মেয়রের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১২ মে) বিকেলে ছাগলনাইয়া পৌরসভা আঙ্গিনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, ছাগলনাইয়া থানার ওসি তদন্ত সুদ্বীপ রায়, মৌলভী সামছুল করিম কলেজের অধ্যাপক আবদুল জলিল ভুইয়া। পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেনের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল পত্রিকার ছাগলনাইয়া প্রতিনিধি জাকের হায়দার সুমন, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, ব্যবসায়ী পেয়ার আহম্মদ, মজিবুল হক প্রমুখ। এসময় মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও বাজারের বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ীবৃন্দ ও ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ। এসময় ব্যবসায়ীরা তাদের বক্তব্যে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা দ্রুত সমাধানের দাবী জানায় এবং ব্যবসায়ীরা যাতে যাবতীয় পণ্য বিক্রয়ে ভেজাল থেকে বিরত থাকেন এবং ওজনে যাতে কম নাদেয় এ বিষয়ে ব্যবসায়ীদের প্রতি অনুরোদ জানান বক্তারা।