সোমবার (২১ জুন) দুপুরে ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফার সাথে পৌর এলাকার উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন চায়না থেকে আগত প্রতিনিধি দল। সভায় পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, আলোকসজ্জা ও পৌর এলাকার নাগরিকদের জন্য সাপ্লাইয়ের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ নানা বিষয়ক আলোচনা স্থান পায়। এর আগে সকাল থেকে চায়না প্রতিনিধি দলের সদস্যবৃন্দ পৌর মেয়রের সাথে ছাগলনাইয়া পৌরসভার একালার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র এম মোস্তফা, চায়না প্রতিনিধি দলের সদস্য মি. ভিভিয়ার, ওয়াঙ্গীয়ান ও ইয়ানশিসিয়া, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রমুখ।