নজরুল ইসলাম চৌধুরীঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ছাগলনাইয়া পৌর যুবলীগ। এছাড়াও ছাগলনাইয়া উপজেলার ৫ টি ইউনিয়নে স্থানীয় যুবলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) পৃথক পৃথক স্থানে নানা আয়োজনের মধ্যদিয়ে দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা হয়। পৌর যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, ফেনী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ছাগলনাইয়া পৌর প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল। এসময় দকীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।