
নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সেবায় আমরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছি। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদে রাখতে আপনাদেরকে সচেতন হতে হবে। তিনি বলেন, ছাগলনাইয়া একটি অপরাধ প্রবণ এলাকা ছিলো। আমি এ থানার দায়িত্বভার গ্রহনের পর এ অপরাধ অনেকটাই রোধ করেছি। তিনি আরো বলেন, চুরি-ডাকাতি সহ সকল অন্যায় প্রতিরোধে আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। বাজারের চুরি-ডাকাতি সহ সকল অনিয়ম রোধে সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সিসি ক্যামেরা স্থানের অনুরোধ জানান ওসি। এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা তৈরী করতে জঙ্গি কিংবা সন্ত্রাসী মহল বিভিন্ন বাসা বাড়ী ভেড়ে নিতে পারে। তাই সকল বাড়ীর মালিককে বাড়াটিয়াদের তথ্য এবং বাসার গৃহকর্মী ও প্রহরীদের তথ্য থানায় জমা দেয়ার জন্য সকলকে অনুরোধ জানান ওসি এমএম মুর্শেদ পিপিএম।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জমদ্দার বাজারের মাংস হাটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর মেয়র এম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ। এতে বক্তব্য রাখেন, জমদ্দার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু আহম্মদ মজুমদার,ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব,ছাগলনাইয়া বাজার বণিক ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব সাদেক মজুমদার,বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও জেলা প্রশাসকের প্রতিনিধি আবদুল জলিল দুলাল ,ব্যবসায়ী পেয়ার আহম্মদ, ফয়েজ আহম্মদ ফরায়েজি ছুট্টু। এসময় পৌর কাউন্সিল বৃন্দ ও বাজারের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: