
নজরুল ইসলাম চৌধুরীঃ
নৈশ প্রহরী থাকার পরও ছাগলনাইয়া জমদ্দার বাজারে দুইটি দোকানের তালা ভেঙ্গে মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটেছে। সবজি ও মাছ বাজারে প্রবেশ পথে মিনার ট্রেডার্স ও কামরুল ষ্টোরের তালা ভেঙ্গে দুইটি মুদি দোকানে চোর চক্র প্রবেশ করে এবং নগদ অর্থ, সিগারেট, তৈল সহ মূল্যবান মালামাল সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ করেন দোকান দু’টির মালিক মিনার মজুমদার ও ইমাম হোসেন কামরুল। এছাড়াও পাশের মুদি দোকান রিপন ষ্টোরেরও তালা ভেঙ্গেছে তবে মালামাল চুরি করতে পারেনি বলে জানান মালিক রিপন মজুমদার। ক্ষতিগ্রস্ত দোকানি মিনার মজুমদার ও কামরুল সাংবাদিকদের জানায়, প্রতিমাসে নৈশ প্রহরীর জন্য পৌরসভা কর্তৃপক্ষ চাঁদা নেয় আমাদের থেকে কিন্তু নৈশ প্রহরী থাকার পর কিভাবে দোকান চুরি হয়?