
নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ “শান্তিময় ও সচেতন পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে ছাগলনাইয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হক বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের উপস্থাপনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, কলেজ রোড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভুইয়া তারেক, ছাগলনাইয়া ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উপদেষ্টা নুর হোসেন মজুমদার, ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, ছাগলনাইয়া গণপাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, গণপাঠারের সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভুইয়া, ছাগলনাইয়া প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক এনায়েত উল্ল্যাহ সোহেল প্রমুখ। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।