নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া মহামায়া ইউপিস্থ উত্তর যশপুর এলাকার রৌশন ফকির (র) এর বার্ষিক ইছালে সওয়াব উপলক্ষে শানে রেসালত মাহফিল ও হাফেজিয়া মাদ্রাসার সালনা জলসা অনুষ্ঠিত হয়। রবিবার রৌশন ফকির (র) হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা ময়দানে অনুষ্ঠিত মাহফিলে মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে বয়ান করেন, আঞ্জুমানে রজবীয়া নূরীয়া ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবুল কাশেম নূরী, হাটহাজারী কাটিরহাট এমআই ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ আবুল হাসান ওমাইর রেজভী, ছাগলনাইয়া ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হোছাইন আহমদ ভুইয়া প্রমুখ। মাহফিল ও সালনা জলসায় পোর্টল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমানের উপস্থিতিতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ এমএম মোর্শেদ পিপিএম, মহামায়া ইউপির চেয়ারম্যান গরিব শাহ হোসেন বাদশা চৌধুরী, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ’র ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াছ হোসেন সোহাগ প্রমুখ। ৪ ও ৫ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে রবিবার রাতে মাহফিল অনুষ্ঠানে রৌশন ফকির (র) হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার সদ্য হাফেজ হওয়া ৩ জন হাফেজের মাথায় পাকড়ি পরিয়ে দেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী ৩ জন হাফেজকে শুভেচ্ছা উপহার হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। ৫ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিট থেকে সকাল ১০ টা পর্যন্ত ওরশ ও তাবারক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
Please follow and like us: