
নজরুল ইসলাম চৌধুরীঃ- সোমবার (৫ ফেব্রুয়ারি) ছাগলনাইয়া রয়েল একাডেমী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১৮ সম্পন্ন হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক রয়েল একাডেমীর পরিচালক কফিল সরকারের সভাপতিত্বে সকাল ৯ টায় এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রয়েল একাডেমীর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সরকার আজাদ, সহ-সভাপতি তপন লাল দাস, পরিচালক নজরুল ইসলাম চৌধুরী, মোর্শেদা আক্তার শিল্পী, আবু তাহের প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরীর উপস্থাপনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আতাউল্লাহ কাওছার, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।