
করোনা সংক্রমন এড়াতে ছাগলনাইয়া উপজেলা জাসদের আয়োজনে জনসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষার বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ কর্মসুচি পালন করা হয়। উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্যাহ ভূঁঞার সহায়তায় শুক্রবার দিনব্যাপী ছাগলনাইয়ার বিভিন্ন পয়েন্টে এ মাস্ক বিতরণ কর্মসুচি পালন করা হয়। সকাল ১০ টায় ছাগলনাইয়া পৌরসভার শুন্যরেখায় এ কর্মসুচির উদ্বোধন করেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করীম সরকার সোহাগ, সাংগঠনিক সম্পাদক ডাঃ আবদুল্লাহ রিপন, পরিবেশ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মিল্টন, পৌর জাসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক জয়নাল আবদীন মিয়াজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিমুল হক, মহামায়া ইউনিয়ন জাসদ সভাপতি আবদুল হান্নান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এসময় জাসদের অন্যান্য নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।