
ছাতক প্রতিনিধি,
ছাতকে আজ বুধবার খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক আসছেন। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে যোগ দিতে তিনি এখানে আসছেন বলে জানা গেছে। শহরের লাকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠান সফলের লক্ষ্যে উপজেলাও পৌর শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার শহরের অস্থায়ি কার্যালয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা ফজলুর রমানের সভাপতিত্বে ও পৌর শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আকিক হোসাইন, ছাতক উপজেলা সভাপতি মাওলানা ফরিদ আহমদ, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবু সাইদ, খেলাফত মজলিস নেতা সুলাইমান আহমদ, মাওলানা দ্বীন মোহামম্মদ, হাফেজ নূরে আলম, হাফেজ সিদ্দিকুর রহমান, মাওলানা সুলাইমান তালুকদার প্রমূখ। সকাল ১০টা থেকে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহা-সচিব মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।