১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাত‌কে জাল জা‌লিয়া‌তির ক‌রে কো‌টিপ‌তি আওয়ামীলীগ নেতা আনু গ্রেপ্তার!

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২০ ২০২৫, ২১:৫৫ | 731 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাত‌কে সাব‌রে‌জিষ্টারের দ‌লিল লেখক ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপ‌তি কাজি মো.আনোয়ার মিয়া ওর‌ফে  আনুকে পু‌লিশ‌ গ্রেপ্তার ক‌রে‌ছে।

গত মঙ্গলবার সকা‌লে দোয়ারাবাজার থানা থে‌কে তা‌কে সুনামগঞ্জ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।আদালত থে‌কে তার জা‌মিন না দি‌য়ে জেল হাজ‌তে প্রেরন ক‌রে‌ছেন। গত সোমবার গভীর রা‌তে ছাতক পৌর শহ‌রের লা‌কি সেন্টা‌রের পিছ‌নের বাসা থে‌কে তা‌কে পুলিশ গ্রেফতার করেছে।

সে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলার প্রতাপপুর গ্রামের মরহুম কাজি বশির মিয়ার পুত্র।

জানা যায়,সা‌বেক এম‌পির  মু‌হিবুর রহমান মা‌নিকের আশীবাদে আওয়ামীলী‌গের নেতা সে‌জে ১৬ বছ‌রে রাতারা‌তি জি‌রো থে‌কে জাল জা‌লিয়া‌তি দ‌লিল ক‌রে কো‌টিপ‌তি হ‌য়ে‌ছেন। তার বিরু‌দ্ধে র‌য়ে‌ছে সাবেক এম‌পি মা‌নি‌কের  উন্নয়ন কর্মকাণ্ডে সিন্ডিকেট বাণিজ্য, উপজেলা প্রশাসনে প্রভাব বিস্তার, জলমহাল সিন্ডিকেট বাণিজ্য, পানি উন্নয়ন বোর্ডে ফসল রক্ষা বাঁধ নির্মাণে সিন্ডিকেট বাণিজ্য, টিআর কাবিখা বাণিজ্য, খাদ্যগুদামে ধান-চাল বাণিজ্য, ইউপি নির্বাচনে নির্বাচনী বাণিজ্য, ভোট বাণিজ্য, থানাকে প্রভাবিত করে সিন্ডিকেট বাণিজ্য, ভূমি সিন্ডিকেট বাণিজ্যসহ নানা অপকর্মের মাধ্যমে অ‌বৈধভা‌বে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

এছাড়া দ‌লিল লেখক জাল আনুকে পু‌লিশ গ্রেপ্তার করা  হ‌লে ও তার প্রধান সহ‌যো‌গি পৌর সভার প‌্যা‌নেল মেয়র তাপস চৌধুরী ও স্বপন মিয়া  স্বপ‌দে বহাল থে‌কে চোরাচালান সুরমা ও চেলা নদী‌তে চাদাবা‌জি ব‌্যবসা চা‌লি‌য়ে যা‌চ্ছেন। সে জাল জা‌লিয়া‌তি ক‌রে ছাতক পৌর শহ‌রে দু‌টি বাসার ও দোয়ারাবাজার উপ‌জেলায় বি‌ভিন্ন মৌজা ২শ একর জ‌মি‌ সম্পদের মা‌লিক হ‌য়ে‌ছেন আনু। এব‌্যাপা‌রে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো,জাহিদুল হক এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন,তা‌কে আদাল‌তে পাঠা‌নো হয়।
তার বিরু‌দ্ধে একা‌ধিক মামলা র‌য়ে‌ছে ব‌লে পু‌লিশ নি‌শ্চিত ক‌রেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET