ছাতক প্রতিনিধি,
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একব্যক্তির নিহত ও ৩জন আহত হয়েছে। সোমবার (১৯ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টায় কালারুকা ইউপির মুক্তিরগাঁও-মিত্রগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে সিএনজি অটো-রিকশা (নং সিলেট থ- ১১- ৭১৫২) যোগে গোবিন্দগঞ্জ যাবার পথে মুক্তিরগাঁও-মিত্রগাঁও এলাকায় এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা দেয়। এসময় সিএনজি যাত্রি কবির আহমদ (৩৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) ভোর ৫টায় তার মৃত্যু ঘটে। নিহত কবির আহমদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপির গোবিন্দনগর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র। আহতরা হলেন, ছৈলা-আফজালাবাদ ইউপির শ্রীনগর গ্রামের সেলিম আহমদ (৩০), একই এলাকার শ্যামনগর গ্রামের শোয়েব আহমদ (২৫) ও উত্তর খুরমা ইউপির দাহারগাঁও গ্রামের মাসুম আহমদ (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ময়না তদন্ত শেষে মঙ্গলবার লাশ দাফন করা হয়েছে। ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক সফিকুল ইসলাম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ##
কুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।