ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ- ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের পিতা ও ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক ইয়ার হোসেন সোহানের দাদু মোঃ আব্দুল করিম মোড়লকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বর্তমানে ভারতের কলকাতার এস এস চ্যাটার্জী হার্ট সেন্টারে ডাঃ প্রফেসর এস এস চ্যাটার্জীর তত্ববধায়নে রয়েছেন। তার মেজো ছেলে মোঃ তরিকুল ইসলামে পরিবারবর্গের পক্ষে, পরিবার, আতœীয়- স্বজন, বন্ধু-বান্ধব, ভাই-বোন, পাড়া-প্রতিবেশী, পেশাগত সহকর্মী, শুভানুধ্যায়ীসহ তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। উল্লেখ্য, গত ১৬ মার্চ তার নিজ বাসায় আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষনিক তাকে যশোর করোনারী কেয়ারে উইনিটে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জাতীয় হৃদরোগ কেয়াওে প্রেরণ করেন। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে।