★”ছাড়তে হবে মায়া”★
জানিনা একোন অসুখ বেধেঁছে বাসা,
শূন্য হৃদয় কুটিরে।
নিস্তেজ, অসার ক্লান্ত দেহ –
হাপিয়ে ওঠে কিঞ্চিৎ ব্যাথায়,
এই বুঝি প্রানের বায়ু,হারাবে তার সক্রিয়তা
জানান দিচ্ছে ক্ষনে ক্ষনে।
ঘর্মাক্ত শরীর দূর্বল জীবন-
পা বাড়াতেই ভয়,
অশরীরী বিভৎস ছায়া, নিয়ে এলো কি!
বিদায় বার্তা,
কেনো তবে অজান্তেই হচ্ছে,
হৃদয়ে সংশয়?
বক্ষে বিষম অস্থিরতা, আখিতে করুন জল,
হারায়ে সকল চঞ্চলতা, বাহুতে নেই বল।
ভাবনা গুলো বিলীন হয়ে,
দূর আকাশে মিশে,
দুশ্চিন্তারা ক্ষিপ্ত হয়ে ফিরে ফিরে আসে।
তবে কি আমার যাত্রা পথে –
বিদায় বেলার ছায়া!
টানতে হবে জীবনের ইতি,
ছাড়তে হবে মায়া!!
লেখিকা’কবি-সাহিত্যিক’
লুৎফা সাখাওয়াত হোসেন,