
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা গত ২৫ জুলাই ২০১৯ তারিখে মাতৃত্বকালীন ছুটিতে যান। ছুটি চলাকালীন তাঁর স্বামী বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান আটোয়ারী উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন। রোববার (২৬ জানুয়ারি ২০২০) সকালে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার তাঁর স্ত্রী শারমিন সুলতানাকে ফুলের তোড়া হাতে দিয়ে পুনরায় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে দেন। এসময় সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে ইউএনও শারমিন সুলতানা বলেন, আটোয়ারীতে ইউএনও হিসেবে যোগদান করার পর হতে সবার সহযোগিতায় নিরপেক্ষতার সাথে সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলার প্রশাসনিক কার্যক্রম সহ উন্নয়নমুলক কাজ করে এসেছি। ছুটি শেষে আজ আবারো দায়িত্ব হাতে নিলাম, এলাকার উন্নয়নে সবার সহয়োগিতা কামনা করছি।