
জঙ্গিদের বলছি
এম.মনসুর আলী
মানুষ হত্যার জন্য এত আয়োজন কেন? ৬৩ টি জেলায় বোমা হামলা করে, নিরীহ মানুষদের হত্যা কেন? রান্নাঘরে বসে মানুষ হত্যার জন্য বোমা বানানোর কৌশল শেখানো কেন? আরে বোকারগোষ্ঠী- বোমা মেরে মানুষ হত্যা না করে, বোমা বানানোর ফর্মূলার পেছনে না ঘুরে, মানুষ হত্যার উপায় বের না করে, কিভাবে মানুষকে বাঁচানো যায়, সাহায্য করা যায় তা নিয়ে কি চিন্তা করা যায় না? কারো সাথে মতের অমিল হলে তাকে আঘাত না তাকে নিয়ে কি আলোচনায় বসা যায়না? কেউ বিপক্ষে একবার লেখলে হাজার বার তার পক্ষে লেখা যায় না? সোজা মানুষ হত্যার পথ বেছে নিয়েছেন কেন?মুসলমানদের পথ নির্দেশিকা পবিত্র কোরআনে বলা হয়েছে…আর কেউ স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম (সূরা আন-নিসা, আয়াত: ৯২-৯৩)।আমাদের প্রিয় নবী বলেছেন “দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা“ (তিরমিযি)।তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন- আপনারা কি কোরআন মানেন না?আমাদের মহানবী হযরত মুহাম্মদ(সঃ)এর বাণী কি বিশ্বাস করেন না?যদি বিশ্বাস করেন,মুসলমান হউন তাহলে এই অন্ধকার পথ থেকে ফিরে আসুন।কারণ ইসলাম ধর্মের মর্মবাণী হলো -নরহত্যা মহাপাপ
এম.মনসুরআলী
অরুয়াইল ,সরাইল ,ব্রাহ্মণাবাড়িয়া