
মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ জঙ্গীবাদ-সন্ত্রাস ও মাদকাসক্তির জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং জনমত সৃস্টির লক্ষ্যে আজ ১৩ এপ্রিল ২০১৮ রোজ শুক্রবার হাজী লাটমিয়া ঘাট জামে মসজিদ, মোহাম্মদপুর ঢাকা, মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভা করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জামাল উদ্দিন মীর। তিনি বলেন, কোন ধর্মই মানুষ হত্যাকে সমর্থন করে না। যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তাদের কোন ধর্ম নাই। বাংলাদেশের জনগণ কোনও ধর্মাদ্ধ-উগ্রবাদি গোষ্ঠীর কাছে মাথা নত করেনি। সন্ত্রাসীদের কোন ভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে প্রতিটি পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জঙ্গীবাদ-সন্ত্রাস ও মাদকাসক্তি প্রতিরোধ বাড়ির মালিকদেরকে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের অনুরোধ জানিয়ে বলেন, অপরাধী বিভিন্ন এলাকায় ভূয়া পরিচয় দিয়ে অনেক সময় বাসা ভাড়া করেন। বেশ কিছু বাসায় পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরকও উদ্ধার করছে। ভাড়াটিয়াদের সঠিক তথ্য ও ছবি থাকলে তাদেরকে চিহ্নিত করা সহজ হবে। এ সব দুর্ঘটনা ঘটার আগেই ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে থানাতে জমা দিবেন। তাছাড়াও আপনাদের বাসা বাড়ীতে কাজের ছেলে-মেয়ে ও ড্রাইভার রাখেন, তাদের বিষয়ও সঠিক তথ্য সংগ্রহ করে থানাতে জমা দিবেন। তারা যদি আপনাদের বাসা বাড়ীতে কোন রকম দুর্ঘটনা ঘটায় তাহলে আমাদের চিহ্নিত করতে সহজ হবে। মোহাম্মদপুরে এমনও ঘটনা ঘটছে বাসা বাড়ীতে কাজের ছেলে-মেয়ে ও ড্রাইভার চুরি করে পালিয়ে গেছে কিন্তু থানাতে এসে তাদের কোন তথ্য দিতে পারে নাই। কোন বাড়িতে জঙ্গীবাদ-সন্ত্রাস ও মাদকাসক্তি ধরা পড়লে সে বাড়ির মালিককেও ছাড় দেওয়া হবে না।
তিনি জঙ্গীবাদ-সন্ত্রাস ও মাদকাসক্তির বিষয়ে অভিভাবকদের প্রতি সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, আমার আপনার সন্তান কোথায় যায়, কি করছে,কাদের সঙ্গে মিশছে, সময় মতন স্কুল-কলেজ থেকে বাসা বাড়ীতে আসছে কিনা, ল্যাপটপ-মোবাইল ইন্টারনেটের মাধ্যমে কোন খারাপ লোকজনের সাথে যোগাযোগ করছে কিনা, সে সব বিষয়ে অবশ্যই খোজ খবর রাখবেন। সন্তানদের যদি কোন সমস্যা থেকে থাকে সেটা ভাল করে শোনা এবং তাদের সঙ্গে পারস্পরিক একটি আস্থার সম্পর্ক তৈরী করা। আপনার আমার সন্তান মানুষের মতন মানুষ না হলে সম্পতি থেকেও কোন লাভ হবে না।
তিনি আরো বলেন গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গীরা হামলা করে কযেকজন বিদেশীকে হত্যা করেছিলো। তাছাড়াও উপমহাদেশের বৃহত্তম শোলাকিয়ার ঈদজামাতকে টার্গেট করে জঙ্গী হামলা করেছিলো। আমরা আগে মনে করতাম সবি হয়তো মাদ্রাসার গরীব ছাত্রদের টার্গেট করে ধর্মাদ্ধ-উগ্রবাদি গোষ্ঠীরা এ গুলি করছে। আসলে সেটা পুরাপুরি সটিক না। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নামকরা কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাবেক শিক্ষকরা এর জড়িত।
ওসি জামাল উদ্দিন মীর বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার তরে প্রথম যে বাহিনী সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তা হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। এতে অনেকেই শহীদ হন। বর্তমানে জঙ্গী, সন্ত্রাসীদের দমন করতে যেয়ে অনেক পুলিশ অফিসার শহীদ হয়েছে। কাজেই জঙ্গী, সন্ত্রাসীদের এদেশে আশ্রয় দিতে পারি না। বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমানে জঙ্গীবাদ ও সন্ত্রাসীদেরকে দমন করতে সক্ষম হয়েছে। তাই আসুন আমরা সকলে মিলে জঙ্গী,সন্ত্রাসমুক্ত করি। জঙ্গীবাদ-সন্ত্রাস ও মাদকাসক্তি এই বাংলাদেশে জায়গা হতে পারে না।
ওসি জামাল উদ্দিন মীর শুভ বাংলা নববর্ষ-১৪২৫ উপলক্ষে সবাইকে আন্তারিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন বিগত বছরের সুখ-দুঃখ,আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক। নববর্ষ সকলের মাঝে জাগায় প্রণের নতুন স্পন্দন, নতুন আশা,নতুন সম্ভবনা। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং মাদকাসক্তির প্রতিরোধ করার জন্য মসজিদের, খতিব-মুফতি আঃ রাজ্জাক আল-হুসাইনী দাঃ বাঃ, পেশ ইমাম হাফেজ মাওলানা নাজমুল হক, হাজী লাটমিয়া ঘাট জামে মসজিদ, হাজী মোঃ শাহাজালাল (লুলু),শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এবং সভাপতি, হাজী লাটমিয়া ঘাট জামে মসজিদ, সাধারণ সম্পাদক জনাব বাবুল মিয়া, হাজী লাটমিয়া ঘাট জামে মসজিদ, মোঃ কামাল হোসেন লাট, ৩৩ নং ওয়ার্ড যুবলীগ, মোহাম্মদপুর থানা এবং মসজিদের মুসল্লিগণ’সহ প্রমুখ।