
নিরব হোসেন, ভোলা॥
ভোলায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা কমান্ডার অহিদুর রহমান, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ভোলা জেলা ইউনিটের প্রকল্প ও সমবায় কমান্ডার মো: আবু হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাচ্চু, রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক হামিদুর রহমান হাসিব, আদিল হোসেন তপু প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডেরৎআহ্বায়ক পদে দৈনিক জনকণ্ঠের ভোলা জেলা প্রতিনিধি হাসিব রহমান এর নাম ঘোষণা করেন।এ ছাড়াও তিনি তানজিরুল ইসলাম ও একাত্তর টিভির সাংবাদিক কামরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং চ্যানেল২৪ এর ভোলা জেলা প্রতিনিধি আদিল হোসেন তপুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এ ছাড়াও তিনি আরিফুর রহমানকে ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক, রেজাউল, এমরান হোসেন ও রেজাউল কবির শিমুলকে যুগ্ম আহ্বায়ক এবং মোর্শেদ শিপনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন। পরে নবগঠিত জেলা ও থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ ও ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।