জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মহিলাসহ ৩জনকে পিটিয়ে জখম, বসতবাড়ির গ্রীলের গেট ও গোয়াল ঘর ভাংচুরসহ মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সন্যাসগাছা গ্রামের মোঃ সিদ্দিক সরদারের ছেলে মোঃ আবু সাত্তার থানায় অভিযোগ করেছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, বাদী আবু সাত্তারের পিতা সিদ্দিক সরদারের সন্যাসগাছা মৌজায় ৬৬ শতক জমি আছে। গত ০৮/১২/২৩ তারিখে একই গ্রামের বিবাদী মুনছুর সরদার, গফফার সরদার, জিয়া সরদার, জামাল সরদার ও শাহাজান শেখ তাদের ভোগদখলীয় অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। এরপর গত ২৩/০৩/২৪ তারিখে বিবাদীরা একই ঘটনার পূর্ণরাবৃত্তি ঘটায়। এঘটনায় বাদির পিতা সিদ্দিক সরদার, বড় ভাবি শম্পা বেগম ও স্ত্রী সুরাইয়া বেগম এভাবে জোরপূর্বক গাছ কাটার কারণ জানতে চাইলে তাদেরকে পিটিয়ে জখম করা হয়। এতেও তারা ক্ষান্ত না হয়ে গফফার সরদারের উস্কানিতে তাদের বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে
বসত বাড়ির গ্রীলের গেট ও গোয়াল ঘর ভাংচুর মালামাল লুট করে নিয়ে যায়।
Please follow and like us: