
ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১২ ব্যাচের শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১ মার্চ) অনুষ্ঠিত পূনর্মিলনীতে ২০১২ সালের এস এস সি ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ এবং বিদ্যালয়ে শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ এমরান ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষকদের মাঝে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, শিব প্রসাধ বিশ্বাস, লাকী রানীদ দে, জহুরুল হক ভূইয়া, মিতা রানী দাস, ইমাম হোসেন, মহিবুল ইসলাম, মুক্তা বিশ্বাস।
২০১২ ব্যাচের ছাত্র মোঃ নাজমীর হোসেনের সঞ্চালনায়
অনুষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করেন আব্দুল্লাহ আল মতিন ভূঁইয়া, শরিফুল ইসলাম, মাইন উদ্দিন, সাজ্জাদ হোসেন। এছাড়াও ২০১২ ব্যাচ’র প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীবৃন্দ উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করে ।
Please follow and like us: