নয়া আলো ডেস্ক- এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে থাকা আইসিটি শিক্ষকদের জলকামান দিয়ে গরম পানি ছিটিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল এ ঘটনা ঘটে। এমপিও’র দাবিতে অবস্থানের তৃতীয় দিনে মঙ্গলবার সকাল ১০টা থেকেই প্রেস ক্লাবের সামনের ফুটপাথে অবস্থান নেন শিক্ষকরা। সকাল সাড়ে ১০টার দিকে একটি বাস সাতক্ষীরার পলাশপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আক্তার উজ্জামানকে ধাক্কা দেয়। গুরুতর আহত শিক্ষককে দ্রুততার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিছুক্ষণ পরই গুজব রটে ওই শিক্ষক মারা গেছেন। ফলে শিক্ষকরা ফুটপাথ ছেড়ে রাস্তায় নেমে আসেন। তারা রাস্তায় শুয়ে প্রতিবাদ করতে থাকেন। ফলে দীর্ঘক্ষণ সড়কটি বন্ধ থাকে। এতে পল্টন ও গুলিস্তান এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রথমে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষামন্ত্রী না আসা পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে পুলিশ জলকামান ব্যবহার করে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। বেলা ১২টার দিকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনিও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান। পরে শিক্ষকরা ফুটপাথে অবস্থান নেন। এসব বিষয়ে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা দীর্ঘক্ষণ রাস্তা আটকে রাখায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করেই তাদেরকে মূল সড়ক থেকে সরিয়ে দেই।