
রাজশাহীর গোদাগাড়ীতে ৮বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে তুষার নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তুষার (১৮),সে গোদাগাড়ী মডেল থানার রামনগর গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে।
শনিবার সকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, মামলার বাদি মোঃ ইসমাইল হোসেনের মেয়ে নাবালিকা (০৮)রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয শ্রেণীর ছাত্রী। ধর্ষক তুষার সম্পর্কে পাড়া প্রতিবেশী চাচা। গত ১৮ ভিসেম্বর ২০২৪ সকাল পৌনে ১২টায় নাবালিকা হেলিপ্যাডের মাঠে খেলাধুলা করছিল। ওই সময় তুষার নাবালিকাকে জলপাই খাওয়ানোর কথা বলে একটি ভ্যানে করে গোদাগাড়ী থানাধীন পৌরসভার ৫ নং ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন সরমোংলা জঙ্গলের নিয়ে গিয়ে স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং পড়নের জামা ও পায়জামা খুলে নাবালিকাকে জোর পর্বক ধর্ষণ করে। ওই সময় নাবালিকার চিৎকারে অভিযুক্ত ধর্ষক নাবালিকর মুখে গামছা চেপে ধরে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে তাকে ললিপপ খাওয়ার জন্য ১০ টাকা দেয় এবং তার ভ্যান গাড়িতে করে নাবালিকাকে পাশে রাস্তায় নামিয়ে দেয়। রাস্তায় নেমে তার বাবাকে দেখতে পেয়ে দৌড়ে তার বাবার কাছে যায় এবং ঘটনার কথা খুলে বলে নাবালিকা।
জিঞ্জাসাবাদে গ্রেফতার তুষার ধর্ষণের সত্যতা স্বীকার করে।
শনিবার সকালে গ্রেফতার আসামীকে গোদাগাড়ী থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
Please follow and like us: