![](https://www.naya-alo.com/wp-content/uploads/2021/12/received_1038011803687460.jpeg)
গুড়ি গুড়ি বৃষ্টি, হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশা ও কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত খুলনাবাসীর জনজীবন। দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় সূর্যের মুখ দেখা যায়নি।
ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে খুলনায় শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়ে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ায় রোববারও একই অবস্থা বিরাজ করছে। এতে স্বাভাবিক জীবন-যাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। বিপাকে রয়েছে স্থানীয় দিনমজুর ও নিন্ম আয়ের মানুষরা।
ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে আগামী দুই-তিন দিন দেশে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।
এমন শীত ও কুয়াশায় ধানের বীজতলাসহ মৌসুমি শাকসবজির ক্ষেত নষ্ট হচ্ছে। গ্রামাঞ্চলে কাঠ, খড়ি জ্বালিয়ে শীত নিবারণ করছে শীতার্তরা। এছাড়া সরকারি ও বেসরকারি অফিস আদালতে দরজা ও জানালা আটকিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। জেলার বিভিন্ন স্থানে কৃষকরা মাঠে নামতে পারছেন না।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্ঠি হতে পারে। সাথে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে