১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • জাতিকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা




জাতিকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০১৮, ২২:৩৫ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধিঃ- যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন,জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী প্রজন্মকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধু ৭১ সালে সাড়ে সাত কোটি মানুষের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন আর শেখ হাসিনা ষোল কোটি মানুষকে উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছেন। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ, চাকুরীজীবিদের বেতন দ্বিগুন বৃদ্ধি, বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বঙ্গবন্ধু স্যাটেলাইন স্থাপন সহ অনেক বড় বড় কাজ সম্পন্ন হয়েছে।রবিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষক শিক্ষার্থীদের সাথে শিক্ষা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, দেশে আইনের শাসন চালু হয়েছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীর বিচার হয়েছে এবং সর্বশেষ জিয়া ট্রাষ্ট মামলায় এতিমের টাকা আতœসাতের দায়ে খালেদা জিয়ার জেল হয়েছে। অপরাধ করে কেউ রেহায় পাবে না। আজকে তোমরা যারা রয়েছো, সকলে একদিন মা হবে। তোমাদের সন্তানদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবে।পরিচালনা পরিষদের সদস্য মোস্তফা আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিকদার মতিয়ার রহমান, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, উপজেলা আওয়ামী লীগ আকবর হোসেন জাপানী, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ খান, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, তোফাজ্ঝেল হোসেন, রেজাউল করিম, মফিজুর রহমান প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET