
‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন-রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুণ’ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় জাতীয় দগ্ধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুন) গাইবান্ধা জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজী অডিটোরিয়ামে অনষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মো. মাসুদার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মাতলুবর রহমান। এসময় জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ সাংবাদিক, প্রশিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।