মুস্তাফিজের প্রশংসা করতে করতে ক্রিকেটবিশ্ব এখন ক্লান্ত। কতভাবে তার বলের উপমা দেয়া যায় তা নিয়ে রীতিমতো গবেষণায় নামতে হচ্ছে ক্রীড়া লেখক থেকে শুরু করে ধারাভাষ্যকাদের। মুস্তাফিজের আইপিএল দল সানরাইজ হায়দ্রাবাদও বোধহয় ভাল কোনো উপমা খুজে পাঁচ্ছে না। তাই তারা নিজেদের অফিশিয়াল টুইটারে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, ‘ম্যাজিকাল? মিস্ট্রিয়াস? ম্যাগনিফিসেন্ট? আমরা তো আমাদের তারকা খেলোয়াড় মুস্তাফিজের জন্য বিশেষণের সংকটে পড়ে যাচ্ছি!’
ওয়ার্নারও ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে গর্ব করতে ভুললেন না, ‘ভিন্ন ভিন্ন গতিতে বল করতে পারা আর বিভিন্ন গোপন অস্ত্রের ব্যবহার—এক কথায় অসাধারণ। মুস্তাফিজের মতো প্রতিভা পেয়ে বাংলাদেশ গর্ব করতেই পারে।’
মুস্তাফিজের সৌজন্যে ‘বাংলা’ও এখন ক্রিকেট মহলে আলোচিত। কাল যেমন ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বেশ সাবলীল বাংলাতেই প্রতিক্রিয়া জানিয়ে দিলেন।
কোচ টম মুডি প্রথম দিন বাংলায় পোস্ট দিতে গিয়ে গড়বড় করে ফেলেছিলেন। কালও চেষ্টা করলেন। তাতে খুব একটা সফল হয়েছেন বলা যাবে না। তবে এবার আর বাংলা লিখতে গিয়ে বাংলিশ লেখেননি। ইনস্টাগ্রামের একটা ছবি পোস্ট করেছেন। মুস্তাফিজের মুখে কেক মাখিয়ে দিচ্ছেন হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ। সেটারই ক্যাপশনে লিখেছেন, ‘ফিজের জন্য কেক উদ্যাপন! ম্যান অব দ্য ম্যাচ হওয়ার জন্য মুস্তাফিজ তোমাকে অভিনন্দন। কী অসাধারণ পারফরম্যান্স।’