নয়া আলো-
ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের কুমামোতো। ঘরবাড়ি- রাস্তাঘাটে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। উদ্ধার কাজে নেমে পড়েছে জাপানিরা। এর মধ্যে আবার ঝড়। বৃষ্টি এবং আরো প্রতিকুল আবহাওয়া। সব মিলিয়ে জাপনে ভূমিক্ম্পের উদ্ধার কাজ হয়ে উঠেছে সময়ের বিরুদ্ধে যুদ্ধ। একটার পর একটা বিপদ সামাল দিতে কঠিন অবস্থায় পড়েছে জাপানিরা,
প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এবারের ভূমিকম্পে এর মধ্যেই ৩২ জনের মৃত্যুর খবর এসেছে। আহত হয়েছেন অন্তত শতাধিক জাপানি। এছাড়া হেলে পড়া ভবন ও স্থাপনার ফাঁকে আটকা পড়ে আছেন অনেকেই।
একদম ভেঙে পড়েনি, তবে অকার্যকর হয়ে গেছে বহু স্থাপনা। বহু সড়ক, সেতু, ভূগর্ভস্থ টানেল এবং অসংখ্য বাড়িঘর এই পরিণতির শিকার হয়েছে। হাজার হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্তত চার লাখ পরিবারে নেই কোনো পানি। এর মধ্যে যোগ হয়েছে বৃষ্টি ও ঝড়।
জাপানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অন্তত দুই হাজার লোক। এদের মধ্যে প্রায় দুইশ জনের অবস্থা আশঙ্কাজনক। ফাঁক-ফোঁকরে আটকে পড়া লোকদের সর্বাধিক গুরুত্ব দিয়ে উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে। কিন্তু এমন লোকের সংখ্যা কতো, তা এখনো বের করা সম্ভব হয়নি বলে জানা গেছে।