
ছাগলনাইয়া উপজেলাধীন ১০ নং ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম মঙ্গলবার (১৩ জুন) জামিনে মুক্তি লাভ করেছেন। যুবলীগ নেতা জামশেদের মুক্তির খবরে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন । গত মে মাসের ৬ তারিখে মাকে নিয়ে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদিআরব যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে পুলিশ আটক করেছিল । মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক যুবলীগ নেতা জামশেদের গ্রেফতারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সভা সমাবেশ করে দীর্ঘদিন ধরে মুক্তির দাবি জানিয়ে আসছিলেন । মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানিক বিপুল নেতাকর্মীদের নিয়ে ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরীর সঙ্গে দেখা করেন। এ সময় ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান যুবলীগ নেতা জামশেদকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আগামী দিনে সরকার বিরোধীদের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহবাণ জানিয়েছেন। এ সময় অন্যন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক আলমগীর কবির রনি, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আনোয়ার হোসেন,ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।