২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি,থানায় মামলা

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২২, ১৬:৫৩ | 694 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।অজ্ঞাত চোরের নামে থানায় মামলা।

জানাযায়,প্রতিদিনের ন্যায় গতকাল ১৫ জানুয়ারী স্কুল ছুটিরপর সববন্ধ করে শিক্ষকগন চলে যায়।১৬ জানুয়ারি সকালে অফিস খুলতে গেলে প্রধান শিক্ষক দেখতে পান দরজার তালা কাটা এবং অফিস রুমের ভিভরে সবকিছু তছনছ করে অফিসের ১টি ল্যাপটপ, ১ টি প্রজেক্টর, ২টি তোয়ালে, ১টি ব্যাগ, ৬টি সিডি,২ টি পেনড্রাইব ও কিছু ফাইলপত্র নিয়ে গেছে। প্রধান শিক্ষক  সাথে সাথে গুইমারা থানা পুলিশ ও উর্ধ্বতন কর্মকর্তা  দের অবহিত করেন।সংশ্লিষ্ট সকলের অনুমতিক্রমে প্রধান শিক্ষক নুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত চোরের নামে গুইমারা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ গ্রহন করে,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হাফছড়ি পুলিশ ফাড়ীর ইন্সপেক্টর আঃ বাছেতেকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দিয়েছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উল্লেখ্য যে জালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা আইনশৃঙ্খলা সভায় অবহিত করেছিলেন। তারপর কিছুদিন পার হলেও এবার বড় ধরনের চুরি সংগঠিত হলো। চুরির ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন,তার বিদ্যালয়ে অফিস সহায়ক কাম নৈশ প্রহরী না থাকায় এমন ঘটনা ঘটেছে।বিদ্যালয় পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET