
ইসির একটি সূত্রে বিষয়টি জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, ৬ এপ্রিল সকাল ১১টায় হাসানুল হক ইনু ও শিরীন আখতারের এবং বিকাল ৩টায় মইন উদ্দিন খান বাদল ও নাজমুল হক প্রধানের বক্তব্য শুনবে ইসি। তাদের কাছে এই মর্মে চিঠি পাঠানো হচ্ছে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ জাসদের জাতীয় সম্মেলনে দু’টি কমিটি গঠন হলে দুই অংশই নিজেদের মূল অংশ দাবি করে দলীয় প্রতীক চায় ইসির কাছে। ইউপি নির্বাচন চলার মধ্যে জাসদের দুই অংশই মশাল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়া শুরু করলে জটিলতা দেখা দেয়। কমিটি নিয়ে ইসির সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত জাসদের তৃতীয় ধাপের মনোনীতদের মনোনয়নপত্র স্থগিত হতে পারে বলেও আভাস পাওয়া গেছে।