
এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভনেত্রী সাদিকা পারভিন পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন তিনি। দীর্ঘদিন কোনো সিনেমায় দেখা যায়নি ‘কুলি’ খ্যাত এ অভিনেত্রীকে। মাঝখানে কয়েকটি সিনেমায় তার অভিনয়ের কথা শোনা গেলেও পরে আর তার খোঁজ জানা যায়নি। কিন্তু সদ্য সমাপ্ত শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদের পক্ষে নির্বাচন করে হঠাৎ নেত্রী বনে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেন এই নায়িকা! সিনেমার নাম ‘রাজপথ’। আর এই ছবিতেই তার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়ক জায়েদ খানকে। গত ফেব্রুয়ারিতে থেকে শুরু হওয়ার কথা থাকলেও ছবিটি নিয়ে কাজ আগায়নি। তবে এবার শ্যুটিংয়ে নামছেন তারা। পুরোপুরি রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হবে এ সিনেমা।