
মুফিজুর রহমান নাহিদ সিলেটঃ
সিলেটের কানাইঘাট থানা পুলিশের মহতী উদ্যোগে জিপিএ- ৫ প্রাপ্ত বুশরা জান্নাতকে আর্থিক অনুদান ও শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে জিপিএ- ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী বুশরা জান্নাতের হাতে আর্থিক অনুদান ও শুভেচ্ছা স্বারক তুলে দেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুনু মিয়া, এস.আই হুমায়ূন কবীর, এ.এস.আই আব্দুল মান্নান, সুলেমান কবির, মোঃ শহিদুল্লাহ, খায়রুল ইসলাম প্রমুখ। এসময় থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, দরিদ্রতা মেধা শক্তিকে আটকিয়ে রাখতে পারেনা। এসময় বুশরা জান্নাতকে তার কাঙ্খিত লক্ষে পৌছতে লেখা পড়া চালিয়ে যেতে উৎসাহিত করেন তিনি।
এবং ভবিষ্যতে তাকে আরো আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তারা। উলেখ্য বুশরার জান্নাত উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউপির মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ছাত্রী। সে এবারের এস.এস.সি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে বানীগ্রাম ইউপির ব্রাক্ষণ গ্রামের দিন মজুর হতদরিদ্র নিজাম উদ্দিন ও হালিমা বেগরে ৩য় কন্যা। বুশরা জান্নাত ভবিষ্যতে ডাক্তার হতে চায়।