
নয়া আলো ডেস্কঃ- জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধীদলীয় নেতা মরগান ভেঙ্গিরাই ৬৪ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর আগে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তার দল এমডিসি পার্টির ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস মুদজুরি মরগানের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় তিনি দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে মারা গেছেন।
মরগান ভেঙ্গিরাই জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের শাসনকালে গণতন্ত্রের লড়াইয়ের জন্য চিহ্নিত হয়ে থাকবেন। কারণ ওই সময়ে তিনি একাধিকবার কারাবরণ করেছেন।
এমডিসি পার্টির ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস মুদজুরি এক টুইট বার্তায় জানান, ‘মরগানের মৃত্যুতে আমরা গণতন্ত্রের একজন আইকন ও যোদ্ধাকে হারালাম।