৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামিম তালুকদার লাবু’র প্রচারনা




জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামিম তালুকদার লাবু’র প্রচারনা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৯ ২০২৪, ২০:১১ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী (৯’ই মার্চ) সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে জেলার চৌহালীতে প্রচারনা চালিয়েছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শামিম তালুকদার লাবু। প্রচারনায় জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে চৌহালী উপজেলা পরিষদের সামনে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শামিম তালুকদার লাবু’র সাথে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলাটির সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রয়াত মোতাহার হোসেন তালুকদারের কনিষ্ঠ পুত্র, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শামিম তালুকদার লাবু চেয়ারম্যান পদে নিজের পক্ষে জিপগাড়ি মার্কায় ভোটপ্রার্থনা করেন। এসময় নির্বাচিত হলে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সারা জেলায় সমন্বিত উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি।

চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা নাসরিন আক্তার, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল তারা, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান আলো, নাসিম রহমান, মঈন উদ্দিন খান চিনু, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আবদুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র রিয়াদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন প্রমুখ।

এসময় খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুৎ, সিরাজগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম,খোকশাবাড়ি ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান মোল্লা, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান মো: সেলিম রেজা, কাওয়াখোলা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান মুন্সি, কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

এসময় চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যা বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যরা জিপগাড়ি মার্কায় ভোট দিয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শামিম তালুকদার লাবুকে বিজয়ী করার ঘোষণা দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET