নবাগত জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সাথে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সরকারি কর্মকর্তাসহ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিষ্টার সজিব আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের নবাগত জেলা প্রশাসক।
এ সময় বক্তারা জুলাই অভ্যুথানে যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে স্মৃতি ফলক নির্মাণ করা, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এলাকায় যান জট,মাদকের ছড়াছড়ি বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। উপজেলা ও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই। পৌরসভায় মেয়র নেই। দ্রুত সময়ে এসব প্রতিষ্ঠানে নির্বাচনের দাবী করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক অভিযোগ করে বলেন,জুলাই বিপ্লবে হত্যাকান্ডের ঘটনায় মামলা হচ্ছে। বাদী চেনেন না আসামী কারা। যারা সতেরো বছর নির্যাতন করছে তারা থেকে যাচ্ছে নিরাপদে। মামলা নিয়ে হচ্ছে বানিজ্য।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এলাকার সমস্যা গুলো সমন্বিত চেষ্টার মাধ্যমে সমাধান করা হবে। সরকার ব্যবস্থা নিচ্ছে। পর্যায় ক্রমে সব ঠিক হয়ে যাবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো. শাজাহান ফকির,সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম মাষ্টার, সহকারী কমিশনার(ভূমি) আতাহার শাকিল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেপারী, উপজেলা জামায়তে ইসলামীর আমীর মো. নুরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মো. জাহাঙ্গীর কবির, শ্রীপুর থানার ওসি অপারেশন নয়ন কর, ইসলামী ঐক্য জোটের উপজেলা সভাপতি মুফতি শামিম আহমেদ, খেলাফতে ইসলামের সভাপতি মো. আ.ছাত্তার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড় সভায় উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন শ্রেণী পেশার প্রতিনিধি।