সিরাজগঞ্জের নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটি সিরাজগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার ১৯ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হলরুমে এই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানটি প্রধান শিক্ষক সমিতি ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটি সিরাজগঞ্জ জেলা শাখা আহ্বায়ক শারমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান তালুকদার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ।
এসময় অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান সহ অন্যান্য প্রধান শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।