
বাগেরহাট জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি রোধে জনগণের স্বাস্থ্য সেবায় স্বাস্থ্য বিভাগের করণীয় বিষয় নিয়ে বাগেরহাট জেলা বিএনপি’র পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ২৮ জুন বেলা ১১ টায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবিরের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জি: এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা (সুজন মোল্লা) জেলা তাঁতী দলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল, সরদার নাসির নাসির উদ্দিন, মল্লিক মোবাশ্বের হোসেন রুবেল, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ আরিফুল ইসলাম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, শেখ রুহুল আমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাগেরহাট জেলা বিএনপি’র পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণ টিকা, সরকারি খরচে করোনা টেস্ট করন, জেলা সদরে করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি সহ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, জেলা এবং সকল উপজেলায় পর্যাপ্ত আইসিইউ ও অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা সহ পর্যাপ্ত চিকিৎসক, লোকবল নিয়োগ এবং অসুস্থ বৃদ্ধ ও চলাচলের অনুপযোগী রোগীর করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ এবং টেস্ট সরকারি খরচে ব্যবস্থা করা এবং সার্বিক চিকিৎসা সেবার জন্য অধিক সংক্রমণ অঞ্চল হিসেবে পর্যাপ্ত অর্থ বরাদ্দের ব্যবস্থা করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
Please follow and like us: