নয়া আলো ডেস্ক-
ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ মুক্তি পাওয়ার পর জেল গেট থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার রাত ৮টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাদা পোশাকে পুলিশ একটি নম্বরবিহীন গাড়িতে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।
ড. মাসুদের আইনজীবী এডভোকেট রোকন রেজা শেখ শীর্ষ নিউজকে বলেন, জামায়াত নেতা ড. মাসুদ ইতিমধ্যে সবগুলো মামলা থেকে জামিন পেয়েছেন। এরপর তার পক্ষে হাইকোর্ট থেকে নো এ্যারেস্টের একটি রায়ও আছে। তারপরও আজ রাত ৮ টা ১০ মিনিটে তিনি মুক্তি পাওয়ার পর কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাদা পোশাকে পুলিশ একটি নম্বরবিহীন গাড়িতে করে তাকে তুলে নিয়ে গেছে।
এসময় আরও দুই আইনজীবী এডভোকেট নুরুজ্জামান ও আশরাফুজ্জামান শাকিল উপস্থিত ছিলেন।