নয়া আলো-
জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস দেয়ার ১৯ দিন পর তা আগামিকাল থেকে বাস্তবায়িত হতে যাচ্ছে। সোমবার রাত ১২টার পর থেকেই জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার জন্য পরিপত্র জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। রোববার সন্ধ্যা ৭টায় এ পরিপত্র জারি করা হয়।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোলে ১০ টাকা, অকটেনে ১০ টাকা, ডিজেলে ৩ টাকা ও কেরোসিনে ৩ টাকা কমানো হয়েছে।
এর ফলে প্রতি লিটার পেট্রোলের মূল্য দাঁড়ালো ৭৮.৮৩ টাকা, অকটেন ৮১.৬৩ টাকা, ডিজেল ৬০.০১ টাকা এবং ফার্নেস অয়েল ৩৯. ৬১ টাকা।
ফার্নেস তেলের দাম কমানোর পর গত ৪ এপ্রিল জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ অন্য সব জ্বালানি তেলের দামও কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।