১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • জয়পুরহাটের চিনিকলের বর্জ্যে তুলসীগঙ্গা নদীর পানি দূষিত!!




জয়পুরহাটের চিনিকলের বর্জ্যে তুলসীগঙ্গা নদীর পানি দূষিত!!

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০১৮, ১৭:২৯ | 741 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট চিনিকলের দুষিত বর্জ্যে জেলার আক্কেলপুর সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর পানি কালচে রং ধারণ করেছে। ব্যাপক দূষণে নদীর প্রায় দশ কিলোমিটার এলাকার মাছ ও পোকামাকড় শূন্য হয়ে পড়েছে। পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। নদী পাড়ের মানুষের জীবনে নেমে এসেছে দুঃসহ যন্ত্রণা। ছড়াচ্ছে বিভিন্ন রোগ-বালাই।
সরেজমিনে দেখা গেছে, আজ বুধবার সকালে সোনামুখি খেয়াঘাট থেকে শুরু হয়ে হলহলিয়া রেলসেতু এলাকা পর্যন্ত প্রায় দশ কিলোমিটার তুলসীগঙ্গা নদীর পানি কালচে রং ধারণ করেছে। এই পানি পর্যায়ক্রমে যমুনা নদীতে গিয়ে পড়বে। ফলে ঐ নদীর পানি বিষাক্ত হয়ে
পড়বে। তুলসীগঙ্গা নদীর দুই ধারের প্রায় পাঁচ
কিলোমিটার এলাকার মধ্যে কৃষকদের সেচ কাজে এ পানি ব্যবহার করতে দেখা যায়নি। কৃষকরা নদীর দু ধারের জমিতে সেচ কাজে এ পানি আর ব্যবহার করতে পারছে না। বিকল্প পথে জমিতে সেচ দিচ্ছেন কৃষকরা। স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে
জয়পুরহাট চিনিকলের অপরিশোধিত বর্জ্য তুলসীগঙ্গা নদীতে ফেলা হচ্ছে। নদী বাঁচাতে দুই বছর আগে আক্কেলপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা সদরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এরপরও চিনিকলের অপরিশোধিত বর্জ্য নদীতে
ফেলা বন্ধ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চিনিকল চালুর পর ফের নদীতে বর্জ্য ফেলছে তারা। জয়পুরহাট চিনিকলেরর বর্জ্যরে কারনে নদীর পানি দুষিত অন্যদিকে এ পানি থেকে ছড়াচ্ছে রোগ বালাই। নদী পাড়ের মানুষের জীবনে নেমে এসেছে দুঃসহ যন্ত্রণা। এ যন্ত্রনা থেকে কত দিন লাগবে রেহাই পেতে জানেনা তারা। নদী পাড়ের বাসিন্দারা জানান, তারা নদীর পানিতে গোসল করতেন। সেচ কাজে এ পানি ব্যবহার করতেন।
চিনিকলের বর্জ্যে পানি দূষিত হয়ে পড়েছে। তারা এখন নদীর পানি ব্যবহার করতে পারছেন না। নদীতে উজানের পানি না আসা পর্যন্ত এ দুর্গন্ধ কাটবে না। এখন আমরা পানি কোথায় পাবো। আমাদের জমির ফসলের কি হবে।
পৌর সদরের পশ্চিম হাস্তাবশন্তপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন,তুলসীগঙ্গা নদীর সোনামুখী খেয়াঘাট থেকে হলহলিয়া রেলসেতু পর্যন্ত প্রায় দশ কিলোমিটার নদীর পানি কালচে হয়ে গেছে। নদীর পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীর মাছ পোকা-মাকড় মরে
গেছে। জেলে সম্প্রদায় নদীতে আর মাছ ধরতে পারছে না। তাদের সংসার চলবে কি ভাবে। খুব শীঘ্রই এ ব্যাপারে সরকারের বা স্থানীয় প্রশাসনের পদক্ষেপ নেয়া দরকার। মৎস্যজীবী খয়বর আলী বলেন, জয়পুরহাট চিনিকলের
দূষিত বর্জ্যে তুলসীগঙ্গা নদীর পানি বিষাক্ত হয়ে মাছ মারা গেছে। নদীর ওপর নির্ভরশীল মৎস্যজীবীরা আর নদীতে মাছ পাচ্ছে না। পরিবার পরিজন নিয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, নদীর পানি দূষিত হয়ে পড়েছে। এই পানি দিয়ে ক্ষেতের সেচ
কাজ করলে ক্ষেতের ফসলও নষ্ট হয়ে যাবে। কৃষকদের নদীর পানি দিয়ে সেচ কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, চিনিকলের বর্জ্যে তুলসীগঙ্গা নদীর পানি দূষিত
হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হবে।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বলেন, চিনিকলের বর্জ্য ও দূষিত পানি শোধনের চেষ্টা করা হচ্ছে। কিছু দূষিত পানি চিনিকল থেকে বের হয়ে গেছে। তুলসীগঙ্গা নদীতে শুধু চিনিকলের পানি নয়।
বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দূষিত পানিও নদীতে
যাচ্ছে। এ জন্য নদীর পানি দূষিত হতে পারে। চিনিকলে ইটিপি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET