৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




জয়পুরহাটে ছেলেকে জমি লিখে দেয়ায় মা খুন!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০১৮, ১৫:১৩ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ –  জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর-রিফুজিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফিরোজা বেগম নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে
দুই ছেলের বিরুদ্ধে। শনিবার রাতে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা ওই গ্রামের মৃত কফিল উদ্দিনের স্ত্রী। নিহতের ছোট ছেলে ফছির উদ্দিন জানান, তার বাবার মৃত্যুর পর
থেকে তার মা ফিরোজা তার কাছেই থাকতেন। সেজন্য বৃদ্ধা ফছিরকে নিজের নামে থাকা ২৫ শতক জমি লিখে দেন। এ নিয়ে অন্য দুই ছেলের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে বৃদ্ধা ফিরোজা গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে গেলে তার বড় ছেলে ফারাজ উদ্দিন, ফারাজের মেয়ে লোপা বেগম, বৃদ্ধার আরেক ছেলে শরিফুল ইসলাম, শরিফুলের স্ত্রী রেবেকা খাতুন ও তার ছেলে রিহাদ হোসেন ফিরোজাকে গালাগালা করে বলে অভিযোগ
করেন ফছির। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফিরোজার ছেলে মেয়ে ও নাতি-নাতনিরা বৃদ্ধাকে কিল ঘুষি মারলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ফিরোজা মারা যান। তবে এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা
হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মুমিনুল হক (ওসি, তদন্ত) জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET