মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জয়পুরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরে মাঝে পাঠ্য পুস্তক বিতরন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রামদেও বাজলা সরকারী উচ্চ
বিদ্যালয় মাঠে পাঠ্য পুস্তক বিতরন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুস্তক তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল
কবীর, রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী হেলালী প্রমুখ। জেলায় এবার মাধ্যমিক, দাখিল ও কারগরি পর্যায়ে ৮৬হাজার ৩১০জন শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ, ৪৭হাজার ৭৫০টি পাঠ্য পুস্তক এবং প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ে ৯৬হাজার ৪৮০জন শিক্ষার্থী মাঝে ৪লাখ ৫৪ হাজার
৫৩০টি পাঠ্য পুস্তক বিতরন করা হবে।