সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনি ধি:
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-১ আসনে বিএনপি থেকে তিন জন মনোনয়ন পেয়েছিলেন। তাদের মধ্যে একজন জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ ফজলুর রহমানের মনোনয়ন পত্রটি গত ২ ডিসেম্বর জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বাছাইয়ে বাতিল বলে গন্য হয়। কারন হিসেবে দেখানো হয়,তিনি সদর উপজেলার চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে যে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন তা গ্রহন না হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়। প্রার্থীতা ফিরে পেতে আপিলের আবেদন করেছিলেন ইসিতে। শুনানি শেষে আপিলের রায় জানিয়ে দেওয়া হয়েছে। ফলে নির্বাচনে অংশ নিতে তার আর বাধা নেই।
Please follow and like us: