ঝিকরগাছা, (যশোর) প্রতিনিধিঃ
ঝিকরগাছা জুয়েল কারাতে একাডেমীর আয়োজনে ওয়ালটন প্রথম ইন্দো-বাংলা কারাতে চ্যাম্পিয়ণশীপ-২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সোমবার ঝিকরগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জুয়েল কারাতে একাডেমির নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী ৬ মার্চ বেলা ১১টা থেকে ৮ মার্চ পর্যন্ত গেমস অনুষ্ঠিত হবে। উপজেলা চত্ত্বরে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ও বুধবার বিকাল ৩টায় কারাতে প্রতিযোগিতা এবং বৃহস্পতিবার বিকাল ৩টায় ফাইনাল গেমসের খেলা ও পুরস্কার বিতরণ করা হবে। গেমসের উদ্বোধন ঘোষনা করবেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডাইরেক্টর গেমস্ এন্ড স্পোট্স ইকবাল বিন আনোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জুয়েল কারাতে একাডেমীর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম। প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাস্টার আশরাফুজ্জামান বাবু, জেডিও’র নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মনি, আব্দুস সামাদ, এস এম জিল্লুর রহমান, সোহান উদ্দিন শান্তি, ইব্রাহিম হাসান রবিন প্রমূখ।